ভিটামিন-কে [Vitamin-K]
ভিটামিন-K স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন।এর রাসায়নিক নাম ফাইলোকুইনন (Phylloquinone) বা ন্যাপথোকুইনন (Napthoquinone)।এই ভিটামিন ব্যাকটেরিয়া কর্তৃক অন্ত্রে সংশ্লেষিত হতে পারে।রক্তক্ষরণ বন্ধ করায় এই ভিটামিনকে অ্যান্টিহেমোরেজিক (Antihaemorrhagic) ভিটামিন বলে।
- উৎস (Source) :
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
উদ্ভিজ্জ : এই ভিটামিন
- শাকসবজি
- আলফা-আলফা (alfa-alfa) শাক
- বাঁধাকপি
- পালংশাক
- সয়াবিন
- টম্যাটো ইত্যাদি তে থাকে।
প্রাণীজ :
এই ভিটামিন এর প্রাণীজ উৎস খুবই কম।গোরু ও শুকরের যকৃতে এবং দুধ,ডিম,ইত্যাদিতে অল্প পরিমাণে থাকে।
অভাবজনিত লক্ষণ (Deficiency Symptoms) :
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
এই ভিটামিনের অভাবে রক্তে প্রোথ্ৰমবিনের মাত্রা হ্ৰাস পায়,ফলে রক্ততঞ্চন ব্যাহত হয় এবং রক্তক্ষরণ বা হেমোরেজ দেখা দেয়।
Vitamin-K কাজ :
Vitamin-K এর প্রধান কাজ হল রক্তে প্ৰোথ্রমবিনের মাত্রা ঠিক রাখা।
Comment
আশা করি তুমি “Vitamin-K” সমন্ধে পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো । পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও । তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে ।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে ।
![ভিটামিন-কে [Vitamin-K],vitamin k sources ভিটামিন-কে [Vitamin-K],vitamin k sources,vitamin k rich foods,vitamin k deficiency](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIXQA9kimm9Gz5c9lPvhlqpWKtfzOx-obRKJTtLVLi2Z0RNB2Ya-2jSnol4NKp9fejZW3ftZFHOPXRBF7G_lgdem755CY8_VpLPZSlGuKCKHqmDoLItL6jthHK7_8WcpBM0KHqJstDmfc/s400/Vitamin-K.jpg)
0 comments:
Post a Comment