বহিষ্করণ (Egestion) :
যে প্রক্রিয়ায় অপাচ্য খাদ্যবস্তু দেহ থেকে নির্গত হয়,তাকে বহিষ্করণ বলে।
পরিপাক ও শোষণের পর অপাচ্য খাদ্যবস্তু ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে আসে।সেখানে বিশেষ প্রক্রিয়ায় মলে (stool) পরিণত হয় এবং সাময়িকভাবে মলাশয়ে সঞ্চিত থাকার পর পায়ু (anus) দিয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়।
- বৃহদন্ত্রে অপাচ্য খাদ্যবস্তু ব্যাক্টেরিয়ার দ্বারা আংশিক পচনক্রিয়ার ফলে দুর্গন্ধযুক্ত মল গঠন করে।মলে পিতরঞ্জক মিশে মলের রং হলদে হয়।
Comment
আশা করি তুমি “Egestion meaning in bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো ।পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও ।তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে ।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে।
0 comments:
Post a Comment