ভিটামিন বি-কমপ্লেক্স [Vitamin B-complex]
Vitamin B-complex অনেকগুলি ভিটামিনের সমষ্টি,এগুলি হল যথাক্রমে ---
ভিটামিন B1(থায়ামিন),ভিটামিন B2(রাইবোফ্লাভিন),ভিটামিন B3 (প্যান্টাথেনিক অ্যাসিড), B5
ভিটামিন বি-কমপ্লেক্স জলে দ্রবণীয় ভিটামিন।
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
উৎস (Source) :
উদ্ভিজ্জ :
- ঢেঁকিছাটা চাল
- লাল আটা
- ইস্ট
- ভাতের ফ্যান
- বাদাম
- বাঁধাকপি
- পালংশাক
- টম্যাটো
- অঙ্কুরিত ছোলা
- মুগ ইত্যাদি।
প্রাণীজ :
- দুধ
- ডিম
- পাঁঠার যকৃৎ
- মাছ
- মাংস
অভাবজনিত লক্ষণ (Deficiency Symptoms) :
- ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি (beriberi) রোগ হয়।এই রোগে অঙ্গপ্রত্যঙ্গে শোথ (dropsy) লক্ষণ দেখা দেয়।
- ভিটামিন B2 -এর অভাবে ঠোঁটের কোনায় ঘা বা স্টোমাটাইটিস (angular stomatities),জিহ্বাতে ঘা বা গ্লসাইটিস (glossities) রোগ হয়।
- নিয়াসিনের অভাবে পেলেগ্রা (Pellagra) রোগ হয়।
- B6 -এর অভাবে চুল পড়া,স্নায়ুর ক্ষয় হয়।
- B12 -এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা (Pernicious anaemia) এবং
- ফোলিক অ্যাসিড -এর অভাবে মেগালোব্লাস্ট অ্যানিমিয়া (megaloblast anaemia) রোগ হয়।
B-complex-এর কাজ:
- মিউকাস পর্দা সুস্থ রাখা
- রক্ত কোশ গঠনে সাহায্য করা
- স্নায়ুকোশ ও স্নায়ুর সুস্থতা বজায় রাখা
- ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করা
- বেরিবেরি,পেলেগ্রা,ইত্যাদি রোগে প্রতিরোধ করা
Comment
আশা করি তুমি “Vitamin B-complex” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো |পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও |তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে |
0 comments:
Post a Comment