আত্তীকরণ বা অ্যাসিমিলেশন (Assimilation) :
যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোশের প্রোটোপ্লাজমের অংশীভূত হয়,তাকে আত্তীকরণ বলে।
শর্করা ও প্রোটিনের সরল অংশ ভিলাই-এর রক্তজালকে প্রবেশ করে এবং পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে আসে।যকৃৎ কোশে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন কলাকোশে পৌঁছোয়।
অপরপক্ষে ফ্যাটের সরল অংশ ভিলাই -এর লসিকাবাহে প্রবেশ করে এবং লসিকা সংবহনের মাধ্যমে বিভিন্ন কলাকোশে পৌঁছোয়।
অবশেষে সরল খাদ্যরস প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয় এবং দেহ গঠন ও বিপাক ক্রিয়ায় অংশগ্ৰহণ করে।
Comment
আশা করি তুমি “Assimilation” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো। পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও। তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে।
0 comments:
Post a Comment