Importance of Vitamin | ভিটামিনের গুরুত্ব
ভিটামিনের গুরুত্ব অপরিসীম।ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে অপরিহার্য।ভিটামিন উৎসেচকের সঙ্গে কো-এনজাইমরৃপে বিভিন্ন বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে।বিভিন্ন ভিটামিন প্রাণীদের রোগ প্রতিরোধে সক্রিয় অংশ নেয়,তাই ভিটামিন এর অভাব হলে প্রাণীদের নানারকম উপসর্গ দেখা দেয়।
যেমন -
- ভিটামিন A-র অভাবে রাতকানা
- ভিটামিন C-র অভাবে স্কার্ভি
- ভিটামিন D-র অভাবে রিকেট
- ভিটামিন E-র অভাবে বন্ধ্যাত্ব
- ভিটামিন B-complex-এর অভাবে বেরিবেরি,মুখে ঘা,রক্তাল্পতা,স্নায়ুরোগ ইত্যাদি রোগ দেখা পায়।
Comment
আশা করি তুমি “Importance of Vitamin” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো ।পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও ।তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে।
0 comments:
Post a Comment