'জামাই'-দের অনুষ্ঠান জামাইষষ্ঠী | Jamai Sasthi Festival | জামাই ষষ্ঠী

'জামাই'-দের অনুষ্ঠান জামাইষষ্ঠী | Jamai Sasthi Festival | জামাই ষষ্ঠী

জামাইকে মেয়ে কে কেন্দ্র করে যে উৎসব পালান করা হয়, তার নাম জামাই ষষ্ঠী। এই উৎসবটি সাধারণত বাঙ্গালি হিন্দু সমাজে তথা বিশেষ করে পশ্চিম বঙ্গে দেখা যায়।


'জামাই'-দের অনুষ্ঠান জামাইষষ্ঠী,Jamai Sasthi Festival,জামাই ষষ্ঠী


মিষ্টির হাঁড়ি হাতে পাঞ্জাবি আর ধুতিতে শ্বশুরঘর আলো করা জামাই বাবাজি পঞ্চব্যঞ্জনে সাজনো জামাইয়ের পাত আম-কাঁঠাল, ইলিষের পেটি কিংবা কচি পাঠাঁর মাংস সহযোগে ভুরিভোজ আর তার আগে জামাইকে পাখা হাওয়া আর শান্তি জলের ছিটা দেওয়া এমনকী, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া

মেয়ে জামাইকে ডেকে এনে সমাদর করা লক্ষ্যেমা ষষ্ঠীকেজুড়ে দিয়ে উৎসবের নামকরণ হলজামাই ষষ্ঠী

এদিকে যে সময় জামাই ষষ্ঠী পালন করা হয় অর্থাৎ জৈষ্ঠ্য মাসে, প্রকৃতিতে আম-জাম-কাঁঠাল ইত্যাদি নানা ফলের সমারোহ তাই খুব ঘটা করে এদিন শাশুড়িরা ষষ্ঠীর পূজা করেন তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে আসনে বসিয়ে প্রথমে কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন দীর্ঘজীবন কামনায় মা ষষ্ঠীর স্মারক তেল-হলুদে চোবানো সুতো হাতের কবজিতে বেঁধে দেন এরপর আশীর্বাদী বস্ত্রাদি জামাইয়ের হাতে তুলে দেন আর সামনে বিবিধ মিষ্টান্নসহ নানা ফল খেতে দেন অবশ্য জামাই বাবাজীও শ্বশুরবাড়ি ঢোকার সময় যেমন দই-মিষ্টি আনতে ভোলে না তেমনি আশীর্বাদের পর প্রণামী হিসেবে শাশুড়িকে বস্ত্রাদি দিয়ে থাকে এই প্রসঙ্গে উল্লেখ্যশুধুই জামাই নয়, মেয়েও কিন্তু বস্ত্রাদি উপহার হিসাবে পেয়ে থাকে
'জামাই'-দের অনুষ্ঠান জামাইষষ্ঠী,Jamai Sasthi Festival,জামাই ষষ্ঠী



আশা করি তুমি'জামাই'-দের অনুষ্ঠান জামাইষষ্ঠীপড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও | তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে  ভীষনভাবে সাহায্য করে |
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com-এর পক্ষ থেকে |
SHARE

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment