মুখবিবরে পরিপাক (Digestion in Mouth Cavity) :
মুখবিবরে কেবল সেদ্ধ শ্বেতসার পাচিত হয়। খাদ্যবস্তু মুখবিবরে চর্বিত ও লালা মিশ্রিত হয়। আমাদের দাঁত ও জিহ্বা এই কাজে সাহায্য করে।চেবানোর সময় বিভিন্ন লালাগ্রন্থি থেকে লালারস ক্ষরিত হয়ে খাদ্যের সঙ্গে মিশে যায়, ফলে খাদ্য পরিপাক শুরু হয়। লালারসে অবস্থিত শ্বেতসার পরিপাককারী উৎসেচক টায়ালিন ও মলটেজ থাকে।টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে আইসোমলটোজ এবং মলটোজে পরিণত করে।মলটেজ মলটোজকে গ্লুকোজে পরিণত করে।
মানুষের তিনজোড়া লালাগ্রন্থি থাকে :
- একজোড়া প্যারোটিড গ্রন্থি (parotid gland), যা দুইপাশের কর্ণমূলে অবস্থিত।
- একজোড়া সাব-ম্যান্ডিবুলার গ্রন্থি (sub-mandibular glands) নিচের চোয়ালের মেঝের দু -পাশে অবস্থিত।
- একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি (sublingual gland), জিহ্বার তলদেশে অবস্থিত।
Comment
আশা করি তুমি “Digestion in Mouth Cavity” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো |পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও | তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে |
0 comments:
Post a Comment