শোষণ বা অ্যাবসরপ্শন(absorption)
যে পদ্ধতিতে পাচিত সরল খাদ্যোপাদান ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক এপিথেলিয়ামে অবস্থিত ভিলাই -এর মাধ্যমে রক্ত বা লসিকা প্রবাহে প্রবেশ করে তাকে শোষণ বা অ্যাবসরপ্শন(absorption) বলে।
শোষণ এর স্থান (Site of absorption) :
শোষণের প্রধান স্থান ক্ষুদ্রান্ত্র।ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়ামে অবস্থিত ভিলাস এর মাধ্যমে শোষণ ক্রিয়া ঘটে।প্রতিটি ভিলাসের কেন্দ্রে একটি লাকটিয়াল (lactial) বা লসিকাবাহ থাকে,তাকে বেষ্টন করে রক্তজালক থাকে।কার্বোহাইড্রেট ও প্রোটিনের সরল অংশ ভিলাই -এর রক্তজালকে এবং ফ্যাটের সরল উপাদান লসিকাবাহে শোষিত হয়।
ক্ষুদ্রান্ত্র শোষণের প্রধান স্থান হলেও পাকস্থলী এবং বৃহদন্ত্রেও অল্প-বিস্তর শোষণ ক্রিয়া ঘটে,বিশেষ করে জল,গ্লুকোজ ও স্যালাইন এবং কয়েক প্রকার ভেষজ পদার্থ এই অঞ্চলে শোষিত হয়।
ক্লিক করো
↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
ক্ষুদ্রান্ত্রে পরিপাক | Digestion in small intestine | digestion in small intestine in bengali |digestion process
ক্লিক করো
↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣↧↧↧↧↧↧↧↧↧↧⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
ক্ষুদ্রান্ত্রে পরিপাক | Digestion in small intestine | digestion in small intestine in bengali |digestion process
Comment
আশা করি তুমি “absorption” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো । পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও । তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে ।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে ।
0 comments:
Post a Comment