শিক্ষাই এইডস প্রতিরোধের প্রধান পথ | symptoms of aids in bengali | aids ki | aids ki kore hoy

শিক্ষাই এইডস প্রতিরোধের প্রধান পথ





'এইডস' নামের মধ্যেই যেন লুকিয়ে আছে মৃত্যুর হিমশীতল স্পর্শ।বিজ্ঞানের অগ্রগতি কিন্তু এইডসকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। তাই এইডস এর প্রতিরোধ প্রয়োজন। সভ্যতার বিপর্যয়ে এইডস এর বিশেষ ভূমিকা আছে। গন-সচেতনতা ছাড়া এইডসের মোকাবিলা সম্ভব নয়।


এইডস এর পুরো নাম -“Acquired Immuno Deficiency Syndrome”। এইচ.আই.ভি নামক এক মারাত্মক ভাইরাস দেহে প্রবেশ করলে মানুষ এই রোগে আক্রান্ত হয়।এইডস এর ভাইরাস দেহে প্রবেশ করলে সর্বনাশের সূচনা হয়। আমাদের দেহের শ্বেত রক্তকোষ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করে কিন্তু এইডস ভাইরাস রক্তে প্রবেশ করে এই শ্বেতকোষগুলিকেই ধ্বংস করে দেই।এর ফলে আমাদের দেহের রোগ-প্রতিরোধের ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়।নানা রোগ সহজেই মানুষের শরীরে এসে বাসা বাঁধে এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 


লক্ষণ : 

এইডস রোগাক্রান্ত ব্যক্তি নানা রোগে আক্রান্ত হতে পারে - ক্যান্সার,নিউমোনিয়া,ডায়রিয়া,যক্ষ । দ্রুত ওজন কমতে থাকে, বিরামহীন কাশি ও জ্বর,দীর্ঘস্থায়ী ডায়রিয়া,গলায় ও মুখে ক্ষতসৃস্টি,চুলকানি ইত্যাদি লক্ষণ চলতে থাকলে রক্তপরীক্ষা করানো দরকার।এইসব লক্ষণ মানেই যে তার এইডস হয়েছে এমন কথা নয় কিন্তু এইডস রোগীদের এই সব লক্ষণ দেখা যায়। এই রোগে রোগী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পরে।

এইচ.আই.ভি. কীভাবে ছড়ায় :




  1. এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, বা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সূঁচ ব্যবহার করলে।
  2. এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত গর্ভবতী মায়ের শিশুরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গর্ভধারণের শেষদিকে বা প্রসবের সময় হতে পারে। তবে জিডোভুডিন ওষুধ ব্যবহার করে এই সম্ভাবনা কিছুটা কমিয়ে আনা যায়, এবং তা করলে মায়ের বুকের দুধও বাচ্চাকে দেওয়া যেতে পারে।
  3. এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত কারো সাথে অরক্ষিত (কনডম ব্যবহার না করে) যৌন সম্পর্ক স্থাপন করলে।
শুধুমাত্র স্পর্শ, একসাথে খাওয়া, এমনকি একই জামাকাপড় পরা, বা মশার কামড়ে কখনো এইচ.আই.ভি. ছড়ায়না। তাই এইচ.আই.ভি. সংক্রমণ ছোঁয়াচে নয়।



আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে।এইডস এক সামাজিক অভিশাপ।এইডস আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবারকে সমাজে একঘরে করে রাখার প্রবণতা প্রায় শোনা যায়।এইডস আক্রান্ত ব্যাক্তিকে ভালোবাসা-স্নেহ-মমতায় আসার আলো দেখানো আমাদের সামাজিক কৰ্তব্য।যথাযথ চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে এইডস রোগীর রোগের উপশম হয়।ধূমপান ও ড্রাগ বন্ধ করে শরীরচালনা,ব্যায়াম ও অন্যান্য খেলাধুলা নিয়ে ব্যাস্ত থাকার শিক্ষা দিতে হবে।


শিক্ষাই এইডস প্রতিরোধের প্রধান পথ,symptoms of aids in bengali,aids ki,aids ki kore hoy


Comment


আশা করি তুমি "Aids ki, Aids ki kore hoy Story in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো।পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও ।তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে।
SHARE

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment