লক্ষণ :
এইচ.আই.ভি. কীভাবে ছড়ায় :
- এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, বা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সূঁচ ব্যবহার করলে।
- এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত গর্ভবতী মায়ের শিশুরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গর্ভধারণের শেষদিকে বা প্রসবের সময় হতে পারে। তবে জিডোভুডিন ওষুধ ব্যবহার করে এই সম্ভাবনা কিছুটা কমিয়ে আনা যায়, এবং তা করলে মায়ের বুকের দুধও বাচ্চাকে দেওয়া যেতে পারে।
- এইচ.আই.ভি. ভাইরাস দ্বারা আক্রান্ত কারো সাথে অরক্ষিত (কনডম ব্যবহার না করে) যৌন সম্পর্ক স্থাপন করলে।
আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে।এইডস এক সামাজিক অভিশাপ।এইডস আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবারকে সমাজে একঘরে করে রাখার প্রবণতা প্রায় শোনা যায়।এইডস আক্রান্ত ব্যাক্তিকে ভালোবাসা-স্নেহ-মমতায় আসার আলো দেখানো আমাদের সামাজিক কৰ্তব্য।যথাযথ চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে এইডস রোগীর রোগের উপশম হয়।ধূমপান ও ড্রাগ বন্ধ করে শরীরচালনা,ব্যায়াম ও অন্যান্য খেলাধুলা নিয়ে ব্যাস্ত থাকার শিক্ষা দিতে হবে।
Comment
আশা করি তুমি "Aids ki, Aids ki kore hoy Story in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো।পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমাদের জানিও ।তোমার মূল্যবান মতামত আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই https://bengalinews48.blogspot.com/-এর পক্ষ থেকে।
0 comments:
Post a Comment