বিরাট কোহলির প্রারম্ভিক জীবন
৫ নভেম্বর, ১৯৮৮ তারিখে প্রেম ও সরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় আইনজীবি ছিলেন ও ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। তার বিকাশ ও ভাবনা নামের বড় দুই ভাই-বোন রয়েছে। বিশাল ভারতী ও স্যাভিয়ের কনভেন্টে পড়াশোনা করেন কোহলি।
![]() |
early life of virat kohli |
![]() |
Virat Kohli and Ravindra Jadeja |
0 comments:
Post a Comment