Rohit Sharma Biography in Bengali | রোহিত শর্মার সফলতার কাহিনী
রোহিত শর্মা
জন্ম: (৩০ এপ্রিল, ১৯৮৭)
রোহিত গুরুনাথ শর্মা
মহারাষ্ট্রে
জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে অংশগ্রহণ
করছেন এবং মাঝে মাঝে ডান হাতে অফ ব্রেক বোলারের ভূমিকায় অগ্রসর হন।
একদিনের আন্তর্জাতিকের
ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৫০ রানের কোটা অতিক্রম করে রেকর্ড গড়েন। ১৩ নভেম্বর,
২০১৪ তারিখে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত খেলায় তিনি ব্যক্তিগত ২৬৪ রান সংগ্র হ করেন।
এছাড়াও ব্যাটসম্যান হিসেবে তিনি ওডিআই ক্রিকেটে দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকান।![]() |
Rohit Sharma |
প্রারম্ভিক জীবনে রোহিত শর্মা
নাগপুরের তেলেগু ভাষাভাষী পরিবারের সন্তান রোহিত শর্মার
পিতা গুরুনাথ শর্মা ও মাতা পুর্ণিমা শর্মা। মুম্বাইয়ে প্রাথমিক শিক্ষাগ্রহণ শেষে বৃত্তি
নিয়ে বরিবালী স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়ন করেন। সেখানেই বিদ্যালয়ের
ক্রিকেট কোচ দীনেশ ল্যাডের দৃষ্টিতে পড়েন তিনি। পরবর্তীতে ভারতের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯
দলে অন্তর্ভুক্ত হন।
![]() |
Rohit |
খেলোয়াড়ী জীবনে
রোহিত শর্মা
২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯
ক্রিকেট বিশ্বকাপে খেলেন । চেতেশ্বর পূজারা তার সহখেলোয়াড় ছিলেন। সেসময় ইয়ন মর্গ্যান,
ডিন এলগার, টম কুপার, মুশফিকুর রহিম, অ্যারন ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মইসেস হেনরিকুইস,
সাকিব আল হাসান , উসমান খাওয়াজা, গ্যারি ব্যালেন্স, ক্রেগ কাইজওয়েটার, টিম সাউদি
ও মঈন আলী তার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন।
![]() |
'HITMAN' |
প্রথম শ্রেণীর ক্রিকেট
যুব বিশ্বকাপের সাফল্যের কারণে ২০০৬ সালের জুলাই তে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজএ পার্থিব প্যাটেল/ভেনুগোপাল রাও এর নেতৃত্বে
ভারত দলে সুযোগ পান।
ঘরোয়া টি২০ ক্রিকেট
২০০৭ সালে অনুষ্ঠিত আন্তঃ রাজ্য টি ২০ প্রতিযোগিতায় আমোল
মজুমদার-এর নেতৃত্বে মুম্বাই দলে সুযোগ পান।
২০০৭ সালে আয়ারল্যান্ড সফরে ফিউচার কাপে আয়ারল্যান্ডের
বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন। বেলফাস্টে অনুষ্ঠিত খেলায় তার অভিষেক
ঘটলেও তিনি ব্যাটিং করেননি। ২০ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্রীড়াশৈলী
উপস্থাপন করেন। ঐদিন আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধে ৪০ বলে অপরাজিত ৫০ রান করে দলকে বিজয়ের মুখ দেখান। অধিনায়ক মহেন্দ্র
সিং ধোনির সাথে ৫ম উইকেট জুটিতে ৮৫ রান করে দলকে ১৫৩/৫-এ নিয়ে যান। খেলায় তিনি ম্যান
অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এছাড়াও, চূড়ান্ত খেলায় পাকিস্তানের বিপক্ষে ১৬
বলে ৩০ রান করেন।
বিশ্বের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে ৭ নভেম্বর, ২০১৩
তারিখে কলকাতায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি তার প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি
করার কৃতিত্ব অর্জন করেন।
কীর্তিগাঁথা
একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তিনটি
দ্বী শতক রানের ইনিংস গড়েন রোহিত। সর্বোপরি সীমিত ওভারের ক্রিকেটে ২৬৪ রান করে নতুন
রেকর্ডের অধিকারী হন তিনি। এছাড়াও, লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের
ভূমিকায় অবতীর্ণ হন। ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সফরকারী শ্রীলঙ্কা
ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ১৭৩ বল থেকে ২৬৪ রান করে দলকে পঞ্চমবারের মতো চার শতাধিক
রান সংগ্রহে সহায়তা করেন। মাত্র চার রানের জন্য লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের
অধিকার থেকে বঞ্চিত হন ও শেষ বলে তিনি আউট হন। ৩৩ চার ও ৯ ছক্কার সাহায্যে তিনি এ রান
সংগ্রহ করেন। ৫৯ রানে ২ উইকেটের পতনের পর কোহলিকে সাথে নিয়ে ২০২ রানের জুটি গড়েন।
![]() |
Rohit Sharma and his Wife |
![]() |
Rohit Sharma Daughter |
0 comments:
Post a Comment